Wednesday, March 4, 2009

ভিস্তার জন্য ডিজাইন করা ল্যাপটপ কম্পিউটারে Windows XP Setup করার পদ্ধতি

Windows Vista বাজারে আসার পর নুতন বেশকিছু ল্যাপটপ কম্পিউটারকে উইন্ডোজ ভিস্তার জন্য ডিজাইন করা হয় । এ সব কম্পিউটারে Windows XP Setup করতে গেলে মেসেজ আসে setup did not find any hard disk. এসব কম্পিউটারে Windows XP setup করতে হলে নতুন করে Windows XP CD তৈরি করে নিতে হয় । নুতন ল্যাপটপ কিনে যারা Windows XP setup করতে পারছেন না তাদের জন্য আজকের এই লেখা। Vista যদি আপনার বিরক্তির কারণ হয় তাহলে এখুনি সেটআপ করে নিতে পারেন Windows XP । 

প্রয়োজনীয় সফ্টওয়ার: এ জন্য আমাদেরকে তিনটি সফ্টওয়্যার সংগ্রহ করতে হবে । এই তিনটি সফ্টওয়্যারের সাথে প্রয়োজন হবে সাটা (SATA) ড্রাইভার । চিন্তার কিছুই নেই সবগুলো সফ্টওয়ার ফ্রি ডাউনলোড করা যাবে । nlite net fremwork 2.0 iso buster কম্পিউটারের প্রতিটি ডিভাইসের জন্য ড্রাইভার প্রয়োজন হয। যেমন – সাউন্ড ড্রাইভার, মাউস ড্রাইভার, হার্ডডিস্ক ড্রাইভার, সিডিরম ড্রাইভার ইত্যাদি । windows xp যখন বাজারে ছাড়া হয় তখন ল্যাপটপ কম্পিউটারগুলোতে সাটা হার্ডডিস্ক ব্যবহার করা হত না । এ কারণে সাটা হার্ডডিস্কের জন্য প্রয়োজনীয় ড্রাইভার windows xp cd –তে দেওয়া হয়নি । বর্তমানে বেশীরভাগ লেপটপ কম্পিউটারেই সাটা হার্ডডিস্ক ব্যবহার করা হচ্ছে । windows xp cd-তে সাটা (SATA) হার্ডডিস্ক ড্রাইভার না থাকায় নতুন ল্যাপটপে xp সেটাপ করতে গেলে মেসেজ আসে setup did not find any hard disk. সাটা (SATA) হার্ডডিস্কের জন্য ড্রাইভার না থাকার কারণে এ মেসেজটি আসে । এখানে আমাদের মূল কাজ হচ্ছে windows xp cd-তে সাটা (SATA) ড্রাইভার এড করা । nlite দিয়ে xp সিডিতে যেকোন ড্রাইভার এড করা য়ায় । 

সাটা ড্রাইভার কোথায় পাবেন : প্রতেকটি ল্যাপটপ কম্পিউটার কোম্পানীর নিজস্ব ওয়েবসাইট আছে । আপনি যে কোম্পানীর কম্পিউটার ব্যবহার করেন সে কোম্পানীর ওয়েবসাইট থেকে সাটা (SATA) ড্রাইভার সংগ্রহ করুন। অথবা গুগল থেকে সার্চ করেও সাটা (SATA) ড্রাইভার সংগ্রহ করতে পারেন । বেশীরভাগ কম্পিউটারেই Toshiba হার্ডডিস্ক ব্যবহার করা হয় । Toshiba সাটা হার্ডডিস্ক ড্রাইভার দিয়ে একটি সিডি বানালে বেশীরভাগ ল্যাপটপে XP setup করা যাবে ।

Netfremword 2.0 : net framework ছাড়া nlite setup করা যায় না । তাই আগে নেটফ্রেমওয়ার্ক সেটাপ করে নিন, এরপর nlite setup করুন । 

ডাউনলোড লিংক-
১. nlite 
২. Net fremwork 2.0
৩. iso buster


                 আসুন এবারে আমরা উইন্ডোজ এক্সপি সিডিকে নুতন করে তৈরি করে নেই, যা দিয়ে আমরা নতুন ল্যাপটপ কম্পিউটারগোলোতে উইন্ডোজ এক্সপি সেটাপ করতে পারব । প্রথমেই আইএসও বুস্টার সেটাপ করে রান করুন । এবারে উইন্ডোজ এক্সপি সিডিটি (Original XP CD) ড্রাইভে ঢুকিয়ে দিন । সিডিটি চালু করার পর আই এসও বুস্টারের লঞ্চ স্ক্রীণ থেকে bootable disc এ ক্লিক করুন । এরপর Microsoft Corporation.img এ ক্লিক করে Extract Microsoft Corporation.img ক্লিক করুন । এবারে ইমেজটি সেভ করুন । (Windows XP setup করার শুরুতে স্কীনে লেখা আসে press any key to boot from cd … এটি হচ্ছে Microsoft Corporation.img এর কাজ । কোন ফুল্ডারে কপি করা xp cd বার্ন করলে Microsoft Corporation.img টি কাজ করবে না । এজন্য ইমেজটিকে nlite দিয়ে সিডি বার্ন করায় আগে সেট করে দিতে হবে । Microsoft Corporation.img টি গুগল থেকে সার্চ করেও সংগ্রহ করা যাবে ।) 

এবারে একটি ফোল্ডার বানিয়ে এক্সপি সিডিটি ফোল্ডারে কপি করুন । একই ফোল্ডারে Microsoft Corporation.img টিকেও কপি করুন । যে কম্পিউটারের জন্য সিডি তৈরি করবেন ঐ কম্পিউটারে সাটা ড্রাইভারগুলো একটি ফ্লপিতে কপি করে নিন । জিপ ফাইলগুলোকে এক্সট্রাক্ট করার পর ফ্লপিতে কোনো ফোল্ডার ছাড়া এক্সট্রাক্ট করা ফাইলগুলো কপি করুন ।

* এন লাইট রান করন ।

* নেক্সট এ ক্লিক করুন ।

* ব্রাউজে ক্লিক করে ফোল্ডারে কপি করা এক্সপি সিডিটি লোড করুন ।

* কয়েক ধাপ অগ্রসর হয়ে Drivers এন্ড Bootable iso সিলেক্ট করুন ।

* Insart এ ক্লিক করে ফ্লপি থেকে সাটা ড্রাইভারগুলো এড করুন । এখন nlite দিয়ে সিডি বার্ন করা যাবে । বার্ন করার আগে Microsoft Corporation.img টি এড করে বার্ন কমপ্লিট করুন ।

 

ইন্টারনেটে সহজে ডলার আয় ! একটা "কিন্তু" আছে...

ইন্টারনেটে টাকা আয় করার জন্য বিভিন্ন লেখাতেই অনেক নিয়ম-কানুন দেয়া হয়েছেকিন্তু সবচেয়ে জরুরী একটা বিষয় যেন সবাইলুকিয়েই রাখছেন। আর তা হল Minimum Payout. এর বিষয় টা  যারা এভাবে আয়ে সাহী তারা সাধারণত না জেনেই Sign Up করে ফেলেন  তাই তাদের জন্য বলছি যথেষ্ঠ সংখ্যক Reffared user না থাকলে এইসব Incoming Site গুলোতে Minimum Payout জমা হতে  সর্বনিম্ন ১০০ দিন থেকে ৩০০ দিন পর্যন্ত সময় লাগতে পারে  এই Minimum Balance জমা হওয়ার পরেইকেবল আপনি টাকা পাওয়ার আশা করতে পারেন  তার আগে নয়  পদ্ধিতটা অতটা কঠিন নয়শুধু সময়ের ব্যাপার মাত্র 

COMPUTER TROUBLESHOOTING 38

Uninstall the windows XP using command prompt



Today tip will help you uninstall the upgraded version of windows XP using the command prompt options. If you have upgraded your operating system from the previous versions of windows 98 Second Edition, or Windows Millennium Edition (Me) and now you wants to revert to the operating system that was previously installed on your computer. Windows XP can be removed by uninstalling from a Command Prompt option in Safe mode because XP includes the Uninstall Windows XP option.
Follow the given steps to revert to the operating system that was previously installed on your computer:
To manage windows XP, first you should log onto your computer with administrative rights
First boot your system in Safe mode by pressing F8 button at the same time before the windows logo appears.
First click on Start button and type cmd in Run option then press Ok button to display the Command Prompt.
At the command prompt type cd/ command and press enter.
Now again type the command cd\windows\system32 and press enter button. After execution of this command, system will change the previous directory mode.
Now type the command at command prompt osuninst.exe to start the process.
Now on the computer screen, follow the instructions on the screen to begin uninstalling Windows XP from your computer to restore the previous operating system

COMPUTER TROUBLESHOOTING 37

COMPUTER TROUBLESHOOTING 37Turn Your Num Lock On Forever
You can set your Num Lock to stay on by default when you logon your system.
There are two different techniques to set Num Lock stay on by default.
If you can use Registry Editor correctly then Click on start button and type Regedt32.exe in Run command. Here Navigate to HKEY_USERS\.Default\Control Panel\Keyboard and change the value for InitialKeyboardIndicators from 0 to 2.
You can do same by configuring the script to change the NUM LOCK state. Click Start button and then open Notepad. Copy the giving code and paste in Notepad.
set WshShell = CreateObject("WScript.Shell")

WshShell.SendKeys "{NUMLOCK}"
Now save this file with name "num.vbs" must including the quotes. At the end copy this file to user startup folder. The path for this folder is Documents and Settings\All Users\Start Menu\Programs\Startup.
Now restart the computer. Num Lock should come on and stay on.

COMPUTER TROUBLESHOOTING 36

Close All Windows Programs quickly
A cool tip to minimize and maximize all your active windows programs. You can do all using your mouse, but if you want to do this with keyboard then simply press Windows key+M to minimize all active programs and later maximize it using Windows key+Shift+M.
If you want to minimize the all active windows programs one by one then use the shortcut by pressing Alt+Space+N keys and sequentially maximize the active windows programs using shortcut Alt+Space+X keys.

COMPUTER TROUBLESHOOTING 35

Preview Windows before Switching using Alt+Tab keys

Today tips will really impress you to provide the detail preview of application window icons using the Microsoft PowerToy. Sometimes you are confused about all that files which you have opened different time and you want to preview all windows before switching to them.
Here I will tell you how you can preview windows applications before switching to them.
First press the Alt+ Tab keys to preview the icons of running windows applications. When you have done this step then window will display a box which contain all that programs and windows you have opened. You have to hold down the Alt keys to switch them. You keep tabbing when you are doing this until you have highlighted one of them.
You are flying blind when you are using Alt+Tab keys. You can’t see a window before switching to it. This will create problem for you when you have opened many windows in a program and you don’t know about that file which you will be switching to.
Here I have solution for this problem. Here is an Alt+ Tab Replacement tweak which is named as Microsoft PowerToy. Jest visit the following link to download it from http://www.microsoft.com/windowsxp/Downloads/powertoys/Xppowertoys.mspx
After you have downloaded this tweak then first run the setup to install it. After installing, when you will use the Alt+ Tab keys you will get a preview of that window which you are going to switching.

COMPUTER TROUBLESHOOTING 34

Adding your favorite image to a folder

Dear friends here I have a very useful and interesting tip for you. Sometimes you have to face some problem to distinguish the folders because in standard configuration of window explorer each folder seems closely the similar to others. 
If you want to explore your folder in windows explorer's thumbnail view and make these folders are prominent then it is easier to distinguish using text name, for example you're download audio files or digital photos. But if you want to add image to a folder to distinguish with others then you should choose that folder which you want to decorate.
First open Window Explorer and right click on the folder to display the folder menu. Now choose Properties option from the menu, here a new dialog windows will appear with title "Program Properties".
Select Customize tab and click on "Choose Picture" button to add favorite image./p>
The image which you want to use navigates to that image and then clicks "Open" to view a sample of the picture inside the folder icon. Click on Ok button, if you are satisfied from that image .If you are not satisfied then choose another image.
Now at the end, go to View menu to display the folder in Explorer's thumbnail with image.